BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালিয়ায় মোট প্রার্থী ১৩ জন

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-04-18 00:26:38 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 34 বার।


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালিয়ায় মোট প্রার্থী ১৩ জন

-নড়াইল প্রতিনিধিঃ

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে নড়াইলের কালিয়া উপজেলায় তিনটি পদে মোট ১৩ জন প্রার্থী  মনোনয়নপত্র দাখিল করেছেন সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান এর মধ্যে চেয়ারম্যান পদে জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম নাজমুল হক প্রিন্স, নড়াগাতি থানা আওয়ামী লীগের সহ সভাপতি খান শামিমুর রহমান (ওছি) কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েস

এছাড়া, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবয়ক আশিস ভট্টাচার্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ, চাচুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরুল ইসলাম, নড়াগাতি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুল আলম উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি হাফেয মোঃ জাকারিয়া

এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান সহেলী পারভিন নিরী, সাবেক ভাইস-চেয়ারম্যান বিউটি পারভিন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ববিতা বেগম

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, পপ্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মে  

Leave a Comment:
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Raindrop Tours Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন