নৈমিত্তিক বিবরণ
— সুব্রত মিত্র
মরনের জন্য আছে সব বাঁচার জন্য কিছু নাই
গৃহ ছিন্ন হয়েছে পৃথিবী ,বিগ্রহ চিত্তে উঠে আসে কিছু কৌতূহল
কিছু গোলমেলে পিপাসারা বাঁধে শোরগোল
শহর জুড়ে শুধুই আওয়াজ আন্দোলন আর হই হট্টগোল।
শহর কেনাবেচা হয়
কেনাবেচা হয় বিবেকের শাণিত সকল বোধ
প্রখর জৌলতায় প্রকাশ পায় সুদ আসল এবং তার শোধ,
কোন লেখার সাথে উঠে আসে ইতিহাস
কোন লেখার সাথে উঠে আসে বক্ষাঘাত
আমি মন পোষানো গানের কলিতে সুর বাঁধতে পারিনি কোন কালে
সীমানার মরুপ্রান্তরে ফুটে ছিলো হাসি কিছু জনবলে
অর্থের অন্বেষণ দুয়ারে এসে ঢেউ খেলানো মিছিল ভাঙ্গে
অর্থবহুল কলহ গুলো করে নৃত্য নানা রঙে
মিথ্যে জুড়ে মামলা চলে
জগৎটা আজ মিথ্যের মামলার কবলে
নিষ্প্রয়োজন এই বিনোদন হৃদয় চিত্তে চির ক্রন্দন
বাপের পিঠে পাপের ঘানি
অশৌচ গ্রহের আলোর রশ্মি এইতো যাপন।
Please follow and like us: