“বিজলি”
ফারহানা আশা
ও মেয়ে তোর নাম কি রে?থাকিসইবা কোথা?
লোকে যেন কি বইলে ডাকে তুকে, বিজলি রানি?
তুই তো থাকিস পইরে ঐ গলির মাত্থার বস্তিতে, তোর আবার নামের বাহার বিজলি রানি!
ও মেয়ে তোর বাপ কি আছে বাঁইচে? নাকি পরিচয় কি সেটাই জানিস লায়।
তুই কি তোর মায়ের সাথেই থাকিস নাকি মা পলাইছে বিটা ছেইলের কাছে?
ও মেয়ে তুই লিকখাপড়া জানিস? কি আর জানবি বাপ নাই মা নাই কোন খেয়ালে বাঁচিস।
ও মেয়ে তুই যাবি আমার সাথে? থাকতে দেবো, খেতে দেবো, পরতে দেবো যাবি আমার সাথে?
কিরে তুই কি বোবা লাকি রে কথা কানে যায়না তোর?
-আমার নাম বিজলি রানি, বাপের দেওয়া নাম আমার।
মায়ের আদরের বিজলি আমি থাকি ঐ গলির বস্তিতে।
তুই আমারে কুতথায় লিয়ে যাবি রে? বলছিলিনা খাইতে দিবি,পইরতে দিবি আবার থাকতেও দিবি, শুন তাইলে বাপ মা মরা মেয়ে আমি বিজলি রানি গতরে খাইটে খাই।
বিদ্যা যদিও নাই আমার তবু আমি গত্তর খাইটে সৎ পথে যাই চইলে।
তোদের মত্তন পশুদের শিকার হওয়ার লাইগে আমার জন্ম হয় লাই রে!
আমার নাম বিজলি রানি।
-ওরে ও মেয়ে বস্তির মেয়ের এত্ত দেমাগ ভালো লায় রে।
নামের এত বাহার ছরাইসনে রে মেয়ে মরবি একদিন, তোক্কে আমি দেইখে লেবো।
-যা,যা তোদের মত্তন পুরুষদের আমার দেকখ্যা আছে।
আমি বস্তির মেয়ে, বিজলি আমার নাম!!!!!
Please follow and like us: