“অপেক্ষা”
——-ফারহানা আশা,
ফুল অপেক্ষায় থাকে প্রজাপতির
আর আমি অপেক্ষায় থাকি আপনার।
আচ্ছা আপনি প্রজাপতি হতে পারেননা??
প্রজাপতি হয়ে ছুঁয়ে যেতে পারেননা আমার কপালে,গালে আর ঠোঁটে?
সাতরঙা প্রজাপতির আবির ছোঁয়ানো গাঢ় রঙে রাঙিয়ে দিতে পারেননা আমাকে?
যেমনটা আপনার অপেক্ষায় থেকে আমার অনুভূতি গুলো
সাত রঙে রাঙিয়ে দেয় প্রতিনিয়ত।
সাতরঙা ঐ প্রজাপতি টাকে যখন তার ছোট্ট পাখনা মেলে ফুলের সংস্পর্শে উড়ে যেতে দেখি,
আমার অনুভূতি গুলো দমকা হাওয়ায় তখন আমাকে এলোমেলো করে তোলে শুধু মাত্র একটু সুখের সান্নিধ্য পাওয়ার আশায়।
জানেন মনটা তখন ব্যাকুল হয়ে ওঠে।
আচ্ছা প্রজাপতির রঙে যদি নিজেকে রাঙাতেই চাই তাহলে কি ফুল হতে হবে? মিষ্টি গন্ধে সুভাস ছড়ানো লাল টুকটুকে ফুল?
জানেন আপনি ঠিক সাদা ওই মেঘেদের মতো।
যে মেঘগুলো আকাশে উঁড়ে বেড়ায় কিন্তু বৃষ্টি ঝরায় না কখনো।
জানেন আপনি ঠিক পালকহীন ওই পাখিদের মতো।
যাদের নেই কোন অনুভূতি, বাধাঁহীন উড়ে বেড়ানোর নেই কোন সীমানা।
যেমনটা আপনি আছেন, তবুও এ অপেক্ষার প্রহর শেষ হবার নয়!!
Please follow and like us: