“পুষ্পকথা”
—-রুবাইয়া তাসলিমা,
চৈত্রের সূর্য তার তেজস্বীয় সত্তা প্রকৃতির গায়ে যখন ঢেলে দেয়,
তখন পোক্ত রোদের কগিরনে মাটি ঝলসানো ।
আর সেই সাথে বাড়ির ছাদের কোণে আমার এক খন্ড জগত জুড়ে তার জীবন!!
সূর্যের করা ভালোবাসার তাপে ওর জীবন মৃতপ্রায়;
কতদিন ফুলবিলাসীর হাতের স্পর্শ পায় নি যে!
এ ক দিনে আবার সে জগতে প্রাণের স্পন্দন মিলেছে;
জন্ম দিয়েছে শত শত কুড়ি আর বর্ণচোরা পুষ্পরেণু।
হটাত করেই ইচ্ছে হয়,একটা ফুল ছিঁড়ে নিজেকে সাজাই;
সর্বংসহা জীবনটাকে করে দেই আদুরে!।
কিন্তু ছিঁড়তে গিয়ে মর্মস্পর্শী আবেগ জানান দেয়,”সে তো তোর হাতেই জল দেওয়া আরেক জীবন”।
চলে যেতেই পুষ্প ডেকে কয়,”তোর যত্নে তনু মন আজ আবার বেঁচে ওঠে।”
“ঝরে যাব হয়ত কাল; ত্যাগ করবে আমায় তোর যত্ন করা বীরুৎ!”
“ছিন্ন করবার অধিকার শুধুই যে তোর;
“আমায় নিয়ে সাজিয়ে দে তোর দিনলিপির কুন্তল;
“তবু তো বহুকাল থেকে যাবো তোর অমলিন স্মৃতিতে ।”
তাই যত দূরেই যাই,তোর কাছে ফিরে আসি;
অনুক্ত বাক্যগুলো তোর মাঝে বিলিয়ে দিয়ে মুক্ত হই আমি ।
অসহ্য তিমির রাতের খাপছাড়া গল্পে তুই নিষ্প্রাণ হলেও প্রকট সত্য!!!!
Please follow and like us: