ওম
জয় গুরুদেব
যোগ কী ?
সাধারন ভাবে বলা হয় যোগ অর্থ হলো সংযোগ। অর্থাৎ আত্মার সাথে দেহ ও চিত্তের সংযোগ। কিন্তু আমরা যদি যোগের সংজ্ঞা দেখি তবে দেখবো তা আরও অনেক বিস্তৃত।
প্রথম সংজ্ঞাঃ যোগ চিত্তকে নীরোধ করে।
দ্বিতীয় সংজ্ঞাঃ যোগ চিত্তে সমতা আনে।
তৃতীয় সংজ্ঞাঃ যোগ হলো কর্ম করার কৌশল।
এই সংজ্ঞাগুলোর পরের আলোচনা পর্যবেক্ষণ করলে বিষয়টি দাড়ায় এই, আত্ম সত্তায় স্থির থেকে, মনকে বিষয় হতে অনাসক্ত রেখে, জয়-পরাজয়ে বুদ্ধিকে বিচলিত না করে, সংযত ইন্দ্রিয়র দ্বারা সৃষ্টির কল্যাণে কর্ম করা।
সুতরাং যোগ কর্মের কৌশল বা একটি কর্ম করার প্রক্রিয়া যার দ্বারা মানুষ নিজেকে সুনিয়ত্রিত রেখে কর্ম সম্পাদন করতে পারে। অর্থাৎ নিজেকে নিয়ত্রিত রাখা ও সফল ভাবে কর্ম করা। কিন্তু সাধারনত যোগ বলতে বোঝা হয় যে, যোগ অর্থ হলো কিছু যৌগিক ব্যায়াম অথবা যোগ হলো হিমালয়ে গিয়ে নি:কর্মা হয়ে বসে থেকে ধ্যানে মগ্ন থাকা। যোগ কখনো এমন ছিল না বা হবেও না।
তাই আকর্ষনীয় ব্যক্তিত্ব এবং সফল কর্তা হতে গেলে অবশ্যই যোগকে আশ্রয় করতে হবে।
হরি ওম তৎ সৎ।