BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

হিজলায় সয়াবিন খাওয়ায় দুই মাসের আত্মসত্ত্ব গরুর পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ।

বরিশাল বিভাগ বরিশাল সদর

প্রকাশঃ 2023-04-28 19:57:49 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 372 বার।


হিজলায় সয়াবিন খাওয়ায় দুই মাসের আত্মসত্ত্ব গরুর পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ।

হিজলায় সয়াবিন খাওয়ায় দুই মাসের আত্মসত্ত্ব গরুর পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ।

-হিজলা( বরিশাল) প্রতিনিধিঃ  
কি অপরাধ ছিল গাভীটির, হয়তো খুব বেশি পেটে ক্ষুধা লেগেছিল সে জন্য চোখের সামনে পাকা সয়াবিন পেয়ে লোভ সামলাতে না পেরে না হয় একটু খেতে শুরু করেছিল। কিন্তু সেই খাওয়াটা যে তার জীবনের শেষ খাওয়া হবে কে জানত ? সামান্য সয়াবিন খাওয়ায় গরীব কৃষকের আদরের লাল গাভীটিকে জীবন দিতে হল। বরিশালের হিজলা উপজেলায় জমির পাকা সয়াবিন খাওয়ার অপরাধে একটি গাভীকে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ইউনুস সরদারের বিরুদ্ধে ।

বৃহস্পতিবার(২৭ এপ্রিল) দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ১৪ নং হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে নয়া ভাঙ্গলী নদীর পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালিক মন্টু সরদার হরিনাথপুরের শেওড়া সৈয়দ খালী পুলিশ ফাঁড়িতে মৌখিক ভাবে অভিযোগ করেছেন বলে জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে। স্থানীয় কামাল হোসেন মোল্লার স্ত্রী রাজিয়া আক্তার কনা জানান, লিটন মোল্লার ছেলে মোঃ রাব্বি সকালে ঘাস কাটতে গিয়ে ইউনুস সরদারকে গরুটি পিটাতে দেখে। রাব্বি এসে আমাদের কাছে এ কথা বলেছে। গরুর মালিক মোঃ মন্টু সরদার বলেন, গরুটি তাহার একমাত্র সম্বল ছিল। অমানবিক নির্যাতনের কারণে গরুটি মরে যাওয়ায় তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ইউনুস সরদারের বিরুদ্ধে তিনি অভিযোগ করবেন বলে জানান। শেওড়া সৈয়দ খালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানার মাধ্যমে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন