BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

বগুড়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়ন: বৃদ্ধ প্রতিবেশী গ্রেফতার

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2025-08-29 19:55:54 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 78 বার।


বগুড়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়ন: বৃদ্ধ প্রতিবেশী গ্রেফতার

বগুড়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়ন: বৃদ্ধ প্রতিবেশী গ্রেফতার

-সঞ্জু রায়, বগুড়া:
চকলেটের প্রলোভন দেখিয়ে বগুড়া গাবতলীতে পাঁচ বছরের অবুঝ এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। বুধবার উপজেলার নিজ দুর্গাহাটা গ্রামে শিশুটির সাথে এই নেক্কারজনক ঘটনা ঘটান তারই প্রতিবেশী ৬০ বছরের এক বৃদ্ধ চাচা।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে গাবতলী মডেল থানায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করলে গ্রেপ্তার করা হয় মৃত: চিনু প্রামানিকের ছেলে অভিযুক্ত সাহেব আলী প্রামানিক কে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সাহেব আলীর স্ত্রী ৩/৪ বছর যাবত মারা গিয়েছে। বর্তমানে তিনি অধিকাংশ সময় বাড়িতেই অবস্থান করেন। বৃহস্পতিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী প্রতিবেশী পাঁচ বছর বয়সী শিশুকে তিনি নিপীড়ন করেন। পরবর্তীতে শিশুটির মা কান্নারত শিশুটির থেকে সব জানতে পেরে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে মুঠোফোনে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভুক্তভোগী শিশুর বাবা তাদের অবগত করার সাথে সাথেই পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা তদন্ত সাপেক্ষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা রুজু করেছেন। বৃহস্পতিবারেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বৃদ্ধ সাহেব আলী প্রামানিক কেউ। ধর্ষণ চেষ্টা কিংবা ধর্ষণের কোন আলামত আছে কি না তা শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর জানা যাবে। তবে এমন ঘটনায় অপরাধীরা বিন্দুমাত্র ছাড় পাবে না বলে জানান তিনি।
এ ঘটনায় বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, নিপীড়নের এই ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত। শিশুটির বাবা একজন দরিদ্র সেলুন কর্মচারী। এমন পরিস্থিতিতে একজন বাবা কতটা অসহায় হয়ে পরে তা আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। তবে দ্রুততম সময়ে দোষীকে গ্রেপ্তারের জন্য তিনি বগুড়া পুলিশ সুপার এবং গাবতলী থানা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পরিমল বলেন, এই অন্যায়ের যেন সুষ্ঠু বিচার হয় তা নিশ্চিতে শিশুটির পরিবারের পাশে থাকবেন তারা। একই সাথে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে তিনি সাধারণ মানুষকে নিজ শিশুদের প্রতি আরো যত্নশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন