মাগুরায় জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল মতিন নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2025-08-29 19:53:26 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 82 বার।
মাগুরায় জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল মতিন নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন
-শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা // মাগুরায় জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন ব্যাপক গণসংযোগ, পথ সভা, সমাবেশসহ বিভিন্ন ধরনের নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন।
তারই অংশ হিসেবে ২৮ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে গভীর পর্যন্ত মাগুরা শ্রীপুরের সদর ইউনিয়ন জামায়াতের ইসলামীর উদ্যোগে স্থানীয় শ্রীপর আশ্রয়ন প্রকল্প জামে মসজিদে নির্বাচনী দ্বায়িত্বশীল সমাবেশ শেষে মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিনের নেতৃত্বে জামায়াত - শিবিরের নেতাকর্মীরা শ্রীপুরে বিভিন্ন বাজারে ও ভোট কেন্দ্র এলাকায় গভীর রাত পর্যন্ত দ্বায়িত্বশীল সমাবেশ, পথসভাসহ ব্যাপক গণসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। সমাবেশ ও গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম,জেলা যুব ও ক্রীড়া সম্পাদক মাওলানা অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, সেক্রেটারী মোঃ মিজানুর রহমান মোল্লা, ইসলাম, উপজেলা কর্মপরিষদ শ্রীপুর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইনছান আলী, আই বি ডব্লিউ ফাউন্ডেশনের জেলা সহকারী সেক্রেটারী মোঃ রাশেদুল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।