BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

শেখ হাসিনা প্রয়োজনে আরো দশ বছর ক্ষমতায় থাকবে : কাদের সিদ্দিকী

রাজনীতি জাতীয়

প্রকাশঃ 2023-08-30 20:11:11 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 321 বার।


শেখ হাসিনা প্রয়োজনে আরো দশ বছর ক্ষমতায় থাকবে : কাদের সিদ্দিকী

বিডিসি নিউজ ডেক্সঃ


কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, রক্ত দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি সেই বাংলাদেশকে পাকিস্তান হতে দেওয়া যাবে না। বিএনপির কাছে বাংলাদেশ ভাল নয়, বিএনপির কাছে পাকিস্তানই ভাল। বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেব না। এতে যদি শেখ হাসিনার আরো দশ বছর ক্ষমতায় থাকা লাগে থাকবে।


৩০ আগস্ট, বুধবার বিকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষকশ্রমিক জনতা লীগের আয়োজিত শোক সভায় এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।


বঙ্গবীর বলেন, বঙ্গবন্ধু যাতে সবার হয় সার্বিক হয়, বঙ্গবন্ধু যাতে বাংলাদেশের হয়। আমাদের এতে ব্যর্থাতা আছে। আমরা বঙ্গবন্ধুকে সার্বিক বানাতে পারি নাই। আওয়ামী লীগের ব্যর্থতা আছে। আওয়ামীলীগও বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে। বঙ্গবন্ধু কোন গোষ্ঠীর নয়, দলের নয়, পরিবারের নয়, সমগ্র বাংলাদেশের নির্যাতিত মানবতার নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


বঙ্গবীর আরো বলেন, আমার নেত্রীর (শেখ হাসিনা) সাথে কথা হয়েছে। তারও প্রচুর সমস্যা আছে। তাকে চারদিক থেকে যারা ঘিরে আছেন, ইচ্ছে করলেই তাদের লাঠি দিয়ে সরিয়ে দিতে পারেন না।


কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য এ এইচ এম আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।


প্রধান আলোচক ছিলেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।


এসময় শোক সভায় উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়সার চৌধুরী), কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর (আজাদ সিদ্দিকী), জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছালাম চাকলাদার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মতি, সখীপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হোসেন টিপু ।


আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন