BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

সাক্ষী বিশ্বময় ---মোঃ সৈয়দুল ইসলাম

বিনোদন গল্প ও কবিতা

প্রকাশঃ 2023-12-05 10:08:06 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 329 বার।


সাক্ষী বিশ্বময়  ---মোঃ সৈয়দুল ইসলাম

সাক্ষী বিশ্বময়,

-----মোঃ সৈয়দুল ইসলাম

তারিখ: ০৩/১২/২০২৩

একাত্তরের পঁচিশে মার্চ
বর্বর পাকিস্তানি,
বাঙালিদের ইজ্জত নিয়ে
করে টানাটানি।

বাঙালিরা বীরের জাতি
নিতে প্রতিশোধ,
দেশমাতৃকার মান রাখিতে
গড়ে প্রতিরোধ।

হাসিমুখে মরতে রাজি
শির উঁচিয়ে বলে,
দেশের জন্য যুদ্ধ করতে
বীরের বেশে চলে।

দীর্ঘ নয়মাস যুদ্ধ করে
তাইতো বীরের দল,
পাকিস্তানি শত্রুসেনার
ভাঙে মনোবল।

লক্ষ প্রাণের বিনিময়ে
ছিনিয়ে আনলো বিজয়,
পেলাম একটা স্বাধীন রাষ্ট্র
সাক্ষী বিশ্বময়।

ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, বাংলাদেশ।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন