BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

আজ চ্যানেল আইয়ে টেলিফিল্ম "হঠাৎ দেখা"।

বিনোদন Television

প্রকাশঃ 2024-04-16 21:00:43 | সর্বশেষ আপডেটঃ 2025-10-20 10:54:54

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 332 বার।


আজ চ্যানেল আইয়ে টেলিফিল্ম "হঠাৎ দেখা"।

-বিনোদন ডেস্ক:

আজ ১৭ এপ্রিল বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে  চ্যানেল আই এ প্রচারিত হবে ঈদের বিশেষ টেলিফিল্ম "হঠাৎ দেখা"। জহির করিমের রচনা ও চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মাখনুন সুলতানা মাহিমা, কে এস রাভিন, সিয়াম নাসির, রিয়াজ হোসেন, সাগর রহমান,রিদিতা হাসিব, শান্তা পাল।

উওরার বিভিন্ন লোকেশনে নির্মিত টেলিফিল্মটির চিত্রগ্রহণে ছিলেন আসাদুজ্জামান আসাদ। গল্পে দেখা যাবে, জাফর সাহেব একজন শিল্পপতি। ওনার একমাত্র মেয়ে জুহি। মা মরা জুহি ছোটবেলা থেকেই বাবার উপর নির্ভরশীল। কেনাকাটা, পড়ালেখা সব কিছুই বাবার পছন্দে করত। বাবা জাফর সাহেব ধরেই নিয়েছিলেন জুহি উনার পছন্দেই বিয়ে করবে। জাফর সাহেব তার এক বন্ধুর ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী সৃজনের সাথে বিয়েটা প্রায় ঠিক করেই ফেলেছেন। একদিন ব্রেকফাস্ট টেবিলে জাফর সাহেব জুহিকে বিয়ের প্রস্তাবটা রাখেন। জুহি কথাটা শুনে তেলে বেগুনে জলে উঠে এবং সরাসরি বাবাকে জানায়, যদি করতে হয়, আমি আমার পছন্দেই করব। আমার প্রতি বিশ্বাস রাখতে পার। আমি এমন কাউকে বিয়ে করব না যেটাতে তোমার নাক কাঁটা যায়। তবে এটাও জেনে রেখো যে, তোমার পছন্দের কাউকে এনে সামনে দাড় করিয়ে দেবে, আমি গলায় মালা পরিয়ে দেব, সেটাও হবে না। প্রতিউত্তরে জাফর সাহেব বলেন, ডান। তুমি এমন একটা ছেলে খুঁজে আনো, যাকে আমারও পছন্দ হয়, কথা দিলাম আমি আপত্তি করব না। শুরু হয় জুহির পাত্র খোঁজার অভিযান। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মটির কাহিনী।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন