BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

দায়িত্ব গ্রহণের পর যা বললেন নবাগত আইজিপি ময়নুল ইসলাম

ঢাকা বিভাগ ঢাকা জেলা

প্রকাশঃ 2024-08-07 20:40:27 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 196 বার।


দায়িত্ব গ্রহণের পর যা বললেন নবাগত আইজিপি ময়নুল ইসলাম

-বিশেষ প্রতিনিধিঃ

আজ এক বিশেষ পরিস্থিতিতে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বিরাজমান বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, বিবর্তনমূলক কার্যক্রমের ফলে সদ্য সংঘটিত ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন তার মাধ্যমে অভূতপূর্ব গণতান্ত্রিক প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা যাত্রা শুরু করেছি। এই আন্দোলনে ছাত্র সাধারণ মানুষ পুলিশসহ অনেকে শহীদ হয়েছেন। প্রত্যেক বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী পেশাদার এবং সেবাধর্মী প্রতিষ্ঠান। দেশের যেকোনো প্রয়োজনে এই বাহিনী সব সময় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। বর্তমান বৈষম্যবিরোধী যে যৌক্তিক আন্দোলন সে আন্দোলন আমাদের বিভিন্ন অপারেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি যে আমরা স্বীকার করছি। এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।


আমরা এখন থেকে আমি নিশ্চিত করতে পারি এবং নিশ্চিত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের উপর অর্পিত আইনি সকল দায়িত্ব পালনে আমরা দৃঢ় হবে ভালো থাকবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশসহ হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে যা যা করণীয় সর্বাত্রভাবে সকল সদস্য মিলে সেটি করবো। বাংলাদেশ পুলিশ জানেন যে সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আমার বিশ্বাস করি আমাদের জনগণই আমাদের রাষ্ট্রের মূল চালিকাশক্তি। তাই আমরা সব সময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধ পরিকর। আমি উপস্থিত সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি আপনাদের সুচিন্তিত মতামতকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ জনবান্ধব প্রযুক্তি নির্ভর আধুনিক ও জবাবদিহিমুলক পেশাদার পুলিশ গঠনের জন্য সংস্কারের ব্যবস্থা আমরা অচিরেই ইতিমধ্যেই কার্যক্রম গ্রহন করেছি এবং এটিকে বেগবান করার মাধ্যমে এই পুলিশ যাতে আরো বেশি জনবান্ধব হতে পারে সে ব্যবস্থা আমরা নিব। পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি, ভ্রাত্তিতবোধে মানুষের প্রতি মমত্ববোধে উজ্জীবিত হয়ে আমরা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সমাজের যত স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা সকলে একযোগে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

 

আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তা কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বলপ্রয়োগের যে স্বীকৃত নীতিমালা রয়েছে ইউজ অফ ফোর্স যেখানে মানবাধিকার কে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় সেই নীতিমালা সরণ না করা এবং কোন কোন ক্ষেত্রে মানুষ হয়ে লংঘন করা কর্মকৌশল গঠনে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন এমনকি অনেকে নিহত হয়েছে, নিগৃহীত হয়েছে। এই সন্ধিক্ষণে আমি সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই আপনারা দেশ ও জাতির প্রয়োজনে সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্বে পালনে আত্মনিয়োগ করুন। আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করণে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।

দেশের এই নব অধ্যায়ের সূচনা লগ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম, সুশীল সমাজ, দেশের সম্মানিত সকল নাগরিককে এবং অবশ্যই আপনাদের মত মিডিয়াকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে আমাদের পেশাগত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা কি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।


আমি আপনাদের মাধ্যমে সকল স্তরের পুলিশ সদস্যকে ইতিমধ্যে কিছু নির্দেশনা প্রদান করেছি তাদেরকে যারা সারা বাংলাদেশ জুড়ে এই নির্দেশনা আপনাদের মাধ্যমে আবারো ব্যাপক প্রচারের অনুরোধ জানাচ্ছি। যেমন আমাদের রাজারবাগ পুলিশ লাইনস, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পি ও এম, এপিবিএন হেড কোয়ার্টারসহ অন্যান্য কার্যালয়সমূহ, মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইনসহ সকল পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্স কে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। .৮ আগস্ট ২০২৪ইং তারিখ বৃহস্পতিবার অর্থা আগামীকাল সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে। ইতিমধ্যেই নির্দেশনা প্রদান করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগন স্ব স্ব অধিক্ষেত্র থানা এলাকায় শ্রেষ্ঠ নাগরিক, পেশাজীবী ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন। আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি বর্ণিত কমিটি থানা এবং থানা এলাকার নিরাপত্তা বিধানে আপকালীন সহায়ক ভূমিকা রাখবে এবং পরবর্তীতে এর চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করে সার্কুলেট করবো। আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা এদের অফিসার এবং ফোর্স শাসক পুলিশ লাইন্সে যোগ দেয়ার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। তাদেরকে আপনাদের মিডিয়ার মাধ্যমে নির্দেশনা যায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকল স্তরের সহকর্মীকে সামাজিক মাধ্যমে কোন প্রকার ব্যক্তিগত অথবা পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ব্যাচ হিসেবে বা অন্য কোনভাবে কোন ধরনের দাবী, মন্তব্য, প্রতিউত্তর প্রদান করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। যেটি আমাদের রোজা রাখার সার্থে অত্যন্ত জরুরী।


বাংলাদেশ পুলিশের সকল উদ্যোগ ও কার্যক্রমে আমরা সব সময় আপনাদের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি আগামীতেও আশা করি এখানে অব্যাহত থাকবে আজকের এই প্রেসব্রিফিংয়ে আপনাদের মূল্যবান সময় প্রদান করার জন্য সকলকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আমি আর একটি কথা পুনরব্যক্ত করতে চাই, আমরা বর্তমান পরিস্থিতি যথাযথ মূল্যায়ন করে জননিরাপত্তা কে প্রাধান্য দিয়ে জনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি এবং সে লক্ষ্যে সকলে মিলে কাজ করছি।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন