BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

বেনাপোলে প্রতারনার অভিযোগে ৮ টি সাইনবোর্ড বিহীন ঘরে তালা ঝুলিয়েছে পোর্ট থানা ওসি

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-09-05 19:48:58 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 287 বার।


বেনাপোলে প্রতারনার অভিযোগে ৮ টি সাইনবোর্ড বিহীন ঘরে তালা ঝুলিয়েছে পোর্ট থানা ওসি

বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল বন্দরে পাসপোর্টধারীদের সাথে প্রতারনায় অভিযুক্ত ৮ টি সাইনবোর্ড বিহীন  অবৈধ দোকানে তালা ঝুলিয়েছে পুলিশ।এছাড়া আরো ৪টি দোকান মালিককে সতর্ক বার্তা জানানো হয়েছে।মঙ্গলবার (৩সেপ্টেম্বর)দুপুরে বেনাপোল বন্দরের চেকপোষ্টে অবস্থিত এসব দোকানে তালা ঝুলানো হয়। এসময় সেখানে বাজার কমিটি,রাজনৈতিক নেতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত মার্কেট গুলো হলো চৌধুরী সুপার মার্কেট, রেজাউল সুপারমার্কেট, ইউনুস সুপারমার্কেট এখানে সব থেকে বড় দীর্ঘদিনের ছিনতাইকারী হলো রবি। সে এই ছিনতাইয়ের সাথে উঠতি বয়সের ছেলেদের সম্পৃক্ত করে এলাকার পরিবেশ দুষন করছে।
 
এর আগে যাত্রীদের সঙ্গে প্রতারনা ও ভ্রমন ট্রাক্স জালিয়াতির ঘটনায় চেকপোষ্ট এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ১০টি ভুয়া প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে মামলা দেওয়া হয়েছিল। এদের মধ্যে বন্দরের সাদিপুর সড়কে বেনাপোল ট্রাভেল পয়েন্টের শামিম এবং চৌধুরী ও মসজিদ মার্কেটের সাইবোর্ড বিহীন ৯ টা দোকান   তালা মারে পুলিশ । তবে তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আবারও প্রতারনায় জড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, চিকিৎসা ব্যবসাসহ বিভিন্ন কাজে বেনাপোল বন্দর হয়ে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাতায়াত করে ভারতে। এসব যাত্রীরা যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবহনে যোগে বন্দরে নামে,  তখন এক শ্রেনীর ছিনতাইকারী  বিভিন্ন পরিচয়ে পাসপোর্টের ফরম বা ভ্রমন ট্রাক্স কেটে দেওয়ার কথা বলে স্থানীয় বিভিন্ন মার্কেটে সাইন বোর্ড বিহীন  ঘরে বসায়। পরে বিভিন্ন প্রতারনার মাধ্যমে কখনো ভয় ভিতী দেখিয়ে সাথে থাকা অর্থ ছিনিয়ে নেয়।সবশেষে গত সোমবার বন্দরের প্যাছেঞ্জার টার্মিনাল থেকে ৮ পাসপোর্টধারীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারীদের ব্যবহৃত ৮ টি অবৈধ দোকানে তালা ঝুলিয়ে দেয়।

বেনাপোল চেকপোষ্টের ট্রাভেল ব্যবসায়ী রুবেল হোসেন জানান, প্রতিদিন বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত-বাংলাদেশের  মধ্যে প্রায় ৮ হাজার যাত্রী যাতায়াত করে থাকে।  যাদের মধ্যে প্রায় শতাধিক পাসপোর্টধারী ছিনতাই ও প্রতারনার শিকার হচ্ছে।

ভুক্তভোগী পাসপোর্ট যাত্রী ঢাকা সাভারের মুন্না জানান,তিনি ও তার বাবা ভারতে যাওয়ার জন্য চেকপোস্টে নামলে ফরম লেখার নাম করে তাকে একটি কম্পিউটারের  ঘরে বসায়। পরে সেখান থেকে পাশের আর ঘরে নিয়ে তার কাছ থেকে দুই হাজার ও তার বাবার কাছ থেকে ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।

 

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সুমন ভক্ত জানান, প্রতিদিন নানান কৌশলে পাসপোর্টধারীদের জিম্মী করে ছিনতাই করে আসছিল প্রতারক চক্ররা। এধরনের প্রতারকদের ৮ টি অবৈধ প্রতিষ্ঠানে তালা মারা হয়েছে। এছাড়া অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে। এর আগে ১০ টি প্রতিষ্ঠানে তালা মারা হয়েছিল বলে জানান ওসি।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন