BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

শালিখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদদের স্মরণে মোমবাতী প্রজ্জ্বলন কর্মসূচী

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-09-05 19:51:58 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 291 বার।


শালিখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদদের স্মরণে মোমবাতী প্রজ্জ্বলন কর্মসূচী

-শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মাসপূর্তি উপলক্ষে  বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরার শালিখায় শহীদ মিনারে মোমবাতী প্রজ্জ্বলন করা হয় ।

এসময় শহীদদের স্বরণে একমিনিট নিরবতা পালন করা হয়৷এতে শালিখা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই শহীদদের স্বরণে এবং স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাসপূর্তি অনুষ্ঠানে অংশ নেয়া  ছাত্র সমন্বয়কবৃন্দ বক্তব্যে বলেন,

৫ই আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। এতে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পায় বাংলাদেশ। এই স্বাধীনতার বিনিময়ে হাজারো ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছিল। হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতা আহত হন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন৷ অনেকে এখনও হাসপাতালের বেডে চিকিৎসাধীন আছে। তাদের শ্রদ্ধাভরে স্মরণের জন্যই এই কর্মসূচি আমরা পালন করছি৷

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে বক্তব্য রাখেন,  উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, প্রধান শিক্ষক একেএম খাইরুল আলম,অধ্যক্ষ ইমদাদুল ইসলাম টিকু, ছাত্র সমন্বয়ক মোঃ সোহাগ রেজা, ফারহান শাকিল,নাইম মুন্সী,সৌমো মজুমদার সহ আরও অনেকে।

উল্লেখ্য ,ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মধ্যদিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন