বগুড়ায় আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে এক নারীর মৃত্যু
রাজশাহী বিভাগ
বগুড়া জেলা
প্রকাশঃ 2024-09-21 18:15:57 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 309 বার।
-সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ায় আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি পুলিশ লাইন্স বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম ওয়াহেদা বেগম। তিনি ওই এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, আকস্মিক ঝড় উঠে আসার সময় বাড়ির ভেতরে খড়ি কুড়াচ্ছিলেন ওয়াহেদা বেগম। এসময় প্রচণ্ড বাতাসে ইউক্যালিপটাস গাছের একটি ডাল তার মাথার উপরে এসে পড়ে৷ এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।