BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

বগুড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-09-29 19:16:54 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 331 বার।


বগুড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু  অধিকার সপ্তাহের উদ্বোধন

-সঞ্জু রায়, বগুড়া:
"প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার" প্রতিপাদ্যতে বগুড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে শহরের জেলা পরিষদ মিলনায়তনে প্রায় ৩ শতাধিক শিশুর প্রাণবন্ত অংশগ্রহণে এই আয়োজন হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আরাফাত হোসেন। এসময় তিনি বলেন, প্রতিবছর সরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়। কারণ আজকের শিশুরাই আগামীতে নেতৃত্ব দিবে। তাদের এখন থেকেই সুষ্ঠুভাবে গড়ে তোলার দায়িত্বও আমাদের। তিনি বলেন প্রতিটি শিশুই মেধাবী এবং তাদের প্রত্যেকের মাঝে সুপ্তভাবে লুকায়িত থাকে নানা প্রতিভা যা শুধুমাত্র আমাদের বের করে আনতে হবে। তাদের সুযোগ করে দিতে হবে নতুন নতুন ক্ষেত্রে যেন তারা নিজেদেরকে বিকশিত করতে পারে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম ও উচ্চারণ একাডেমীর পরিচালক এ্যাড. পলাশ খন্দকার।  
সাংস্কৃতিক কর্মী সাঈদ যোবায়ের পিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে শিশুদের প্রতিনিধি হিসেবে মঞ্চে আসন গ্রহণসহ নিজেদের অধিকার ও স্বপ্ন নিয়ে কথা বলেন ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফাইয়াজ রুপান্তর এবং ৭ম শ্রেণীর শিক্ষার্থী রামিশা মালিহা। সভা পরবর্তী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন