BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

নড়াইলে ইসলামি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-11-07 18:20:36 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 253 বার।


নড়াইলে ইসলামি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

-নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল জেলা শহরের রুপগঞ্জ এলাকায় দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ইসলামি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হাসপাতাল কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আমির জামায়াত ইসলামির আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আই হসপিটালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা: সোহেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সার, ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: সরোয়ার হোসেন, । এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান মো: আবু কাওসার,ডা: আরাফাত হোসেন, ডা: মাহমুদুল হাসান প্রমূখ। আলোচনা সভা শেষে আগত রোগীদের সুস্থতা ও হাসপাতালটির উত্তোরোত্তর সম্মৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন