BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

ভারতে পালিয়ে যাওয়ার সময় যুবলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে আটক

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-11-07 18:24:21 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 308 বার।


ভারতে পালিয়ে যাওয়ার সময় যুবলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে আটক

-বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মোঃ তাজ উদ্দিন (৫৩) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে বিজিবি। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাজ উদ্দিন ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৭ নংর ওয়ার্ডের কাউন্সির ও উপজেলা যুবলীগের সভাপতি। তার বাবার নাম আব্দুল গনি। গত ২ অক্টোবর ভোলা সদর থানায় বিস্ফোরক আইনে তার নামে মামলা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার ও আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি বন্দর দিয়ে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। আসামির পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজ উদ্দিনের এলাকায় খোঁজ-খবর নিয়ে জানা যায় তিনি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ভোলার বোরহান উদ্দিন থানার সঙ্গে কথা হয়েছে। সেখান থেকে পুলিশ আসার পর তাকে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন