BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

বৈশ্বিক পাসপোর্ট র‍্যাংকিং- তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

জাতীয় জাতীয়

প্রকাশঃ 2025-07-24 09:38:21 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 171 বার।


বৈশ্বিক পাসপোর্ট র‍্যাংকিং- তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

বৈশ্বিক পাসপোর্ট র‍্যাংকিং- তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ


বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নীত হয়েছে।  ২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ রয়েছে ৯৪তম স্থানে। গত বছর এই অবস্থান ছিল ৯৭তম।


বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।


মঙ্গলবার(২২ জুলাই) প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনারস-এর এই ইনডেক্সে বৈশ্বিক ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে র‍্যাংকিং তৈরি করা হয়েছে।


তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে আবারও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।


তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাত দেশ—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন।


এ ছাড়া অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড। ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন