প্রকাশঃ 2025-07-27 17:53:12 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 164 বার।
মাগুরায় কলা ব্যবসায়ীকে জবাই করে হত্যা! ছুরিসহ আটক-১
-মোঃ সাইফুল্লাহ //
মাগুরা শহরের ছায়াবীথি সড়কে শনিবার দিবাগত রাত ১১টার দিকে ভজন গুহ (৫৫) নামে এক কলা ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবির হাসান নামে এক যুবককে আটক করে পুলিশ তার বাড়ি থেকে একটি ছুরি উদ্ধার করেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম জানান, রাত আনুমানিক এগারোটার দিকে শহরের ছায়াবিথী সড়কের ভাড়াটিয়া কলা বিক্রেতা ভজন গুহ কে তার বাসার সামনের রাস্তার উপর গলা কেটে হত্যা করে কে বা কারা ফেলে রেখে যায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ঐ এলাকার হান্নান বিশ্বাস এর পুত্র নেশাগ্রস্থ আবির হাসান কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বাড়ি থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ । হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে, মামলার প্রস্তুতি চলছে।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel