BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

"ফিরে দেখা মোর ২৪ এর জুলাই- আগস্টের স্মৃতি"!!!

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2025-08-05 20:02:43 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 92 বার।


"ফিরে দেখা মোর ২৪ এর জুলাই- আগস্টের স্মৃতি"!!!

"ফিরে দেখা মোর ২৪ এর জুলাই- আগস্টের স্মৃতি"!!!

      ----মোঃ সাইফুল্লাহ 


২০২৪ সালের ৩রা আগস্ট রোজ শনিবার দ্বায়িত্ব পালনে শহরে থাকতে হবে আমার।

ধরা পরা যাবেনা,থাকা যাবেনা নিজ ঘরে, ৪তারিখে তাই থাকতে হবে ভায়না মোড়ে।

এমনটাই মোদের সিদ্ধান্তই হলো যখন, রাতে বাড়ী নাফিরে শহরে থাকলাম তখন।

৪ঠা আগস্ট ২০২৪ রবিবার সকাল বেলা

হাটিয়া ভায়না মোড়ে চলে এলাম একেলা।

সকাল ৯ টাই  ছবি তোলায় ব্যস্ত ছিলাম,  

হঠাৎ বাম পায়ে১টা ইটের আঘাত পেলাম

উরুতে ইট লাগায়, কাতর হয়নি ব্যাথায়,

তাই পেশাগত কাজে ব্যস্ত ছিলাম সেথায়।

৫ই আগস্ট জনরোষে ফ্যাসিস্ট পালাইছে,

বিজয়ের বেশে জনতা তাই মাটে নেমেছে।পরের দিন যখন ডাক্তারের কাছে এলাম ডাক্তার বললেন আপনার হাজার সালাম।

কিন্ত আমার উরুতে রয়েছে প্রচন্ড ব্যাথা! যেখানে গেলে ভালো হবে যেতে হবে সেতা

বাম কাতে এখনো ভালোমত শুতে পারিনা

হাই কমোট ছাড়া বাথরুম করতে পারিনা!

পরিশেষে প্রার্থনা করি হে প্রভূ দয়াময়! 

তোমার রহমত পেতে চাই আমরা সবাই 

ফ্যাসিস্ট যেন আর না আসে এই বাংলায়


ইনকিলাব জিন্দাবাদ জোড়ছে বলি সবাই


মোঃ সাইফুল্লাহ, ২৪ এর জুলাই আগস্টের সম্মুখ যোদ্ধা,

কবি ও সাংবাদিক। 


তাং ৫ আগস্ট - মঙ্গলবার, সময় রাত - ১০টা ৫ মিনিট


আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন