মাগুরায় জামায়াতের প্রার্থী মতিনের পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2025-08-27 13:56:40 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 96 বার।
মাগুরায় জামায়াতের প্রার্থী মতিনের পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত
মোঃ সাইফুল্লাহ // মাগুরা শ্রীপুরের গয়েশপুর ইউনিয়ন জামায়াতের ইসলামীর উদ্যোগে মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট সোমবার বিকেল থেকে গভীর পর্যন্ত গয়েশপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এদিকে বাদ মাগরিব গয়েশপু ইউনিয়নের কালিনগর (ভোলার মোড়) জামে মসজিদে ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে আমীরের নেতৃত্বে কালিনগরসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন জামায়াত - শিবিরের নেতা কর্মীরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোঃ সাইফুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ মিজানুর রহমান মোল্লা, সাবেক সেক্রেটারী মাওলানা মোঃ আমিরুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ আসাদুজ্জামানসহ জামায়াত - শিবিরের উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।