মাগুরায় জেলা সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2025-08-27 14:18:48 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 73 বার।
মাগুরায় জেলা সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
-মোঃ সাইফুল্লাহ // মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা ২৬ আগস্ট মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠিত সভায় জেলার ইউরিয়া ও নন ইউরিয়া সারের মাসিক বরাদ্দ, উত্তোলন,বিতরণ ও মজুদ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া ভেজাল সারের নমুনা পরীক্ষা,আসন্ন ক্ষরিপ-২ মৌসুমে আধুনিক জাতের বীজ প্রাপ্তি ও সুলভমূল্যে সরবারহ সহজ সার মনিটরিং কার্যক্রম জোরদার করার প্রতি গুরুত্ব আরোপ করে বিএ ডিসির সার ডিলার রাজ্জাক ট্রেডার্স পরিবর্তন সংক্রান্ত বিষযে বিষদ আলোচনা হয়। সভায় কমিটির সদস্য সচিব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপর পরিচালক তাজুল ইসলম ,কৃষি বিপন্ন কর্মকর্তা রবিউল ইসলাম, বিএডিসি সহকারি পরিচালক মাহবুবুর রহমান,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। রাসায়নিক সারের চেয়ে জৈব সার বেশী উপকারি সে কারনে চাহিদা বাড়ছে এ কারনে উৎপাদন বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন প্রেসক্লাব সভাপতি।
জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম জেলায় ১০৯ জন্য সার ডিলার রয়েছে বলে উল্রেখ করে সার বীজ বিতরণে মনিটরিং জোরদার করার প্রতি গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট সকলকে আরো আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।