মাগুরার কৃতি সন্তান মোঃ লিয়াকত আলী মোল্লা আইন ও বিচার বিভাগের সচিব হলেন
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2025-08-29 17:52:19 |
সর্বশেষ আপডেটঃ 2025-10-20 07:57:08
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 75 বার।
মাগুরার কৃতি সন্তান মোঃ লিয়াকত আলী মোল্লা আইন ও বিচার বিভাগের সচিব হলেন
-মোঃ সাইফুল্লাহ // মাগুরার কৃতি সন্তান সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ লিয়াকত আলী মোল্লা ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে যোগদান করেছেন।
এর আগে তিনি মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।
গত বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসন-২ শাখার উপসচিব মোঃ আজিজুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মানিকগঞ্জের সিনিয়র জেলা দায়রা জজ লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত বিচারকদ্বয়কে বর্তমান কর্মস্থল/পদ থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/পদায়ন করা হলো।
২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আইন ও বিচার বিভাগের প্রশাসন-২ শাখার উপসচিব মোঃ আজিজুল হক স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে লিয়াকত আলী মোল্লাকে আইন মন্ত্রণালয়ের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হলো।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মোঃ লিয়াকত আলী মোল্লা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের মোঃ হারেজ আলী মোল্লা জৈষ্ঠ্যপুত্র, তিনি ২ কন্যা সন্তানের জনক।