BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরার মহম্মদপুরে ফেইক আইডির বিরুদ্ধে ডিবির অভিযান! শিক্ষক সহ আটক -৪

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2025-08-29 17:53:21 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 70 বার।


মাগুরার মহম্মদপুরে ফেইক আইডির বিরুদ্ধে ডিবির অভিযান! শিক্ষক সহ  আটক -৪

মাগুরার মহম্মদপুরে ফেইক আইডির বিরুদ্ধে ডিবির অভিযান! শিক্ষক সহ  আটক -৪

-মোঃ সাইফুল্লাহ // মাগুরায়  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচালিত ”খবর মহম্মদপুর”  নামের আলোচিত-সমালোচিত একটি ফেসবুক ফেইক আইডির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে জেলার মহম্মদপুর থেকে শিক্ষকসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, মহম্মদপুর উপজেলা সদরের মোঃ তানভির রহমান রাজু, জান্নাতুল ফেরদৌস টুকটুকি,  মোঃ আনোয়ার হোসেন শাহীন ও মোঃ শিমুল মিয়া।

বুধবার (২৭ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত ঢাকার এডিসি সাইবার ক্রাইম দক্ষিন এর নির্দেশনায় ঢাকা ডিবির সহকারী পুলিশ সুপার খান মাহামুদুল হাসানের নেতৃত্বে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন।  আটককৃতদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে ফেক আইডি পরিচালনা, ভুয়া তথ্য প্রচার, ভয় দেখিয়ে অর্থ আদায় এবং মানহানিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগ পাওয়া যায় বলে জানান ডিবি পুলিশ।

জানা যায়, ২০২৫ সালের ৪ঠা ফেব্রুয়ারি “খবর মহম্মদপুর” নামে এই ফেক আইডিটি খোলা হয়। খোলার পর থেকেই স্থানীয় রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী, মহম্মদপুর প্রেসক্লাবের সদস্য, এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধেও নানা বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়া শুরু হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে গোপন ভিডিও বানানো, অশ্লীল ও নগ্ন ছবি সম্পাদনা করে প্রকাশ করা এবং ব্যক্তিগত শত্রুতার জেরে যেকোনো ব্যক্তিকে অপকর্মে জড়িত দেখানো ছিল এ চক্রের নিয়মিত কৌশল। এসব অপপ্রচারের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে একাধিক বিকাশ নম্বর ব্যবহার করে হাতিয়ে নেওয়া হয় বিপুল অর্থ। পুলিশ তথ্যে তদন্তে জানা গেছে, এ পর্যন্ত ৫০ টির ও বেশি সিমকার্ড ও মোবাইল নম্বর ব্যবহার করে প্রায় ব্লাক মেইল করে বিভিন্ন লোকের কাছ থেকে  অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ওই  চক্রটি ।

এ ঘটনার শিকার হয়ে বহু মানুষ বিভিন্ন সময়ে থানায় জিডি করলেও দীর্ঘদিন আসল অপরাধীরা ছিল ধরা ছোয়ার বাইরে।  পরে ২৩ শে ফেব্রুয়ারী একুশে  নিউজ অনলাইন পত্রিকার সম্পাদক মোঃ হাসানুজ্জামান সুমন বাদী হয়ে ধানমন্ডি থানায় ওই আইডির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল মহম্মদপুর থানায় এবং ঢাকা মেট্রো পলিটন পুলিশ ডিএমপিতে ২৭শে জুলাই ২০২৫ সালে একটি মামলা দ্বায়ের করেন। তার পর থেকেই নড়েচড়ে বসে পুলিশ এবং আইডি পরিচালনাকারীদের ধরতে তোড়পাড় শুরু করেন। তথ্য প্রমান নিয়েই  জড়িতদের স্থান ও পরিচয় সনাক্ত করেই অভিযান পরিচালনা করেন এবং তাদের আটক করতে সক্ষম হন। অভিযানে তাদের ব্যবহৃত , অর্ধশত সিমকার্ড, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়।

মামলার বাদী  মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল ও সাপ্তাহিক একুশে নিউজ পত্রিকার সম্পাদক হাসানুজ্জামান সুমন বলেন তানভির রহমান রাজু এর আগেও ফেইক আইডি ব্যবহারের অভিযোগে আটক হয়ে জেলও খেটেছেন।  অভিযানে প্রকৃত আসামীদের সনাক্ত করে আটক করায়  ঢাকা ডিবি পুলিশকে ধন্যবাদ জানান। সেই সাথে ধন্যবাদ জানান মহম্মদপুরবাসীকে ।

বিশেষ অভিযান পরিচালনাকারী ঢাকা ডিবি দক্ষিন পুলিশের সহকারী পুলিশ সুপার খান মাহামুদুল হাসান বলেন, এ ঘটনার সাথে আরও যে বা যাহারা জড়িত রয়েছেন তাদেরকেউ পর্যায়ক্রমে আটক করে আইনের আওতায় আনা হবে।  বিশেষ তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত রাজু ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তাকে আপাতত স্থানীয় ইউপি সদস্য তানজির রহমান সোহাগের জিম্মায় রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে বিচার প্রক্রিয়া চলমান থাকবে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন