BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরায় জামায়াতের নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2025-08-08 15:36:51 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 123 বার।


মাগুরায় জামায়াতের নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতের নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত


মোঃ সাইফুল্লাহ // মাগুরায় জামায়াতে ইসলামীর শহর শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রশিক্ষণ ও প্রস্তুৃুতি মূলক নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা ৮ আগস্ট শুক্রবার সকালে আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

শহর আমীর অধ্যাপক  আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর, কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম সদস্য এবং মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকের।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। শহর জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ ফারুক হুসাইন সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য বি এম এরশাদুল্লাহ অহিদ, শহর সেক্রেটারী মাওলানা ফারুক আহমেদ,শহর জামায়াত নেতা অধ্যাপক মীর আকরাম আলীসহ অন্যরা।

কর্মশালায় শহর ও ওয়ার্ড, পর্যায়ের প্রায় এক শত দ্বায়িত্বশীল উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন