BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

নড়াইলে ২৮দিনব্যাপী গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) অ্যাডভান্সড প্রশিশক্ষণ (পুরুষ) কোর্স সম্পন্ন

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2025-08-27 12:39:17 | সর্বশেষ আপডেটঃ 2025-10-20 07:56:27

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 62 বার।


নড়াইলে ২৮দিনব্যাপী গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) অ্যাডভান্সড প্রশিশক্ষণ (পুরুষ) কোর্স সম্পন্ন

নড়াইলে ২৮দিনব্যাপী গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) অ্যাডভান্সড প্রশিশক্ষণ (পুরু) কোর্স সম্পন্ন

-নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ২৮দিনব্যাপী গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) অ্যাডভান্সড প্রশিক্ষণ (পুরুষ) কোর্স সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে সোমবার (২৫ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ বিতরণ করা হয়।

গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সময়োপযোগী আরো গতিশীল করতে কি কি করণীয় সে বিষয়ের উপর ২৮দিন ব্যাপী এই প্রশিক্ষণ দেয়া হয়। জেলার বিভিন্ন এলাকার গ্রাম প্রতিরক্ষা  বাহিনীর (ভিডিপি) ৫০ জন পুরুষ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে সেরা দক্ষতার জন্য ৩ জনতে সম্মাননা স্বারক দেয়া হয়।


বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইলের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষ বাহিনী নড়াইল জেলা কমাড্যান্ট মোঃ নূরুল আবছার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সনদ বিতরণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আনসার ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম. উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ঈদুল তালুকদার, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক নারায়ণ চন্দ্র পাল, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক শুভ মালাকার প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন